জানিনা পৃথিবীতে অন্যান্যদের বাবারা কেমন হয়ে থাকে। হয়ত বা আলাদা অথবা ভিন্ন। কিন্তু আমার বাবা আমার কাছে একেবারেই অনন্য! ভালোবাসার শেষ বিন্দু পর্যন্তও আব্বুর ভালোবাসাটা আমার জন্য ভিন্ন রকম।
ফ্রান্স-জিদান এবং আর্জেন্টিনা-ম্যারাডোনা, আব্বুর সাথে খেলার মাঠে এই অমিল ছাড়া জীবনের মাঠে কোনদিন কোন মতপার্থক্য সৃষ্টি হয়নি। প্রিয় ফুটবলার জিদানের কারণেই আব্বু বরাবরই ফুটবলে ফ্রান্সকে সাপোর্ট করে আর ঈশ্বরের হাতে গোলের কারণে আব্বুর মতে ম্যারাডোনা আদর্শ্চ্যুত হয়েছেন বলেই আর্জেন্টিনার প্রতি এতো অভক্তি। আর আমার সাপোর্ট বরাবরই আর্জেন্টিনা। জীবনে কোন ক্ষেত্রেই আব্বু আমার কোন আশা অপূর্ণ রাখেননি, চেষ্টার সবটুকু দিয়েই আমার আজগুবি সব বায়নাও পূরণ করেছেন সবসময় এবং এখনো করছেন। সন্ধ্যে বেলা আব্বুর কোলে শুয়ে রামায়ান উপাখ্যানের গান শুনে ঘুমানো, একসাথে দুই-তিনটা ক্রিকেট ব্যাট-বলের বায়না সহ প্রকাশ করে শেষ করতে না পারা শত ভালোবাসার স্মৃতিতেও আমার সবচেয়ে প্রিয় ব্যাক্তি আমার বাবা। শত দূরত্বেও ভালোবাসার চূড়ায় অস্তিত্বের সংজ্ঞা শুধুই তুমি বাবা। এই শত দূরত্বও তোমার প্রতি অসীম ভালোবাসায় কোন ঢাল নয়। আব্বু তোমাকে অনেক অনেক ভালোবাসি।
ফ্রান্স-জিদান এবং আর্জেন্টিনা-ম্যারাডোনা, আব্বুর সাথে খেলার মাঠে এই অমিল ছাড়া জীবনের মাঠে কোনদিন কোন মতপার্থক্য সৃষ্টি হয়নি। প্রিয় ফুটবলার জিদানের কারণেই আব্বু বরাবরই ফুটবলে ফ্রান্সকে সাপোর্ট করে আর ঈশ্বরের হাতে গোলের কারণে আব্বুর মতে ম্যারাডোনা আদর্শ্চ্যুত হয়েছেন বলেই আর্জেন্টিনার প্রতি এতো অভক্তি। আর আমার সাপোর্ট বরাবরই আর্জেন্টিনা। জীবনে কোন ক্ষেত্রেই আব্বু আমার কোন আশা অপূর্ণ রাখেননি, চেষ্টার সবটুকু দিয়েই আমার আজগুবি সব বায়নাও পূরণ করেছেন সবসময় এবং এখনো করছেন। সন্ধ্যে বেলা আব্বুর কোলে শুয়ে রামায়ান উপাখ্যানের গান শুনে ঘুমানো, একসাথে দুই-তিনটা ক্রিকেট ব্যাট-বলের বায়না সহ প্রকাশ করে শেষ করতে না পারা শত ভালোবাসার স্মৃতিতেও আমার সবচেয়ে প্রিয় ব্যাক্তি আমার বাবা। শত দূরত্বেও ভালোবাসার চূড়ায় অস্তিত্বের সংজ্ঞা শুধুই তুমি বাবা। এই শত দূরত্বও তোমার প্রতি অসীম ভালোবাসায় কোন ঢাল নয়। আব্বু তোমাকে অনেক অনেক ভালোবাসি।
(১৬-০৯-১৩)