শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ডিজিটাল মার্কেটিংয়ে কন্টেন্ট কি?



ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা কি কখনও দেখেছি মার্কেটাররা বা মার্কেটিং রিপ্রেজেন্টিটিভরা সরাসরি কাউকে কি বলে যে, ভাই এই প্রোডাক্টটি খুব ভাল নেন! নিশ্চয় না। প্রোডাক্টটি কাউকে নেওয়ার কথা বলার আগে রিপ্রেজেন্টিটিভরা আগে সেই পণ্যের গুনাগুন বলে, পণ্যটি আপনার কি উপকারে আসবে সেই কথা বলে, বিভিন্ন ফিচারের কথা  বলে। তারপর পণ্যটি নেওয়ার কথা বলে। ডিজিটাল মার্কেটিংয়েও আপনি কাউকে ডিজিটাল চ্যানেলগুলোতে আপনার পণ্য বা সেবা নেওয়ার কথা সরাসরি বলতে পারবেন না। আর গুগল বা যে কোন সার্চ ইঞ্জিন তো কখনই এমনি এমনি আপনার ওয়েবসাইটে কোন ইউজারকে রেফার করবেনা। হ্যাঁ, এ জন্য প্রয়োজন কন্টেন্ট। বিশেষ করে যারা SEO, এফিলিয়েট মার্কেটিং বা গুগল এডসেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য তো এই কন্টেন্ট খুবই জরুরি!

এখন প্রশ্ন আসে কন্টেন্ট কি? এক কথাই যদি বলি কন্টেন্ট হচ্ছে ডিজিটাল চ্যানেলগুলোতে উপস্থাপন বা পোস্টিং এর রসদ বা মেটেরিয়াল। আরো ভালভাবে বললে কন্টেন্ট হচ্ছে আপনার পণ্য বা সেবা এবং নির্দিষ্ট কোন কী ওয়ার্ডের বিস্তারিত উপস্থাপন। আপনি যদি কোন পণ্য বিক্রি করতে চান তাহলে সেই পণ্যের সুবিধা অসুবিধা, গুণাগুণ তুলে ধরবেন। আপনি যদি কোন সেবাদাতা হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে সেবা প্রদান করে থাকেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। অথবা আপনি যদি এফিলিয়েট অথবা ব্লগিং করেন তাহলে যেই কী ওয়ার্ড নিয়ে কাজ করেন সেই কী ওয়ার্ডের বিষয়বস্তু তুলে ধরবেন।

এখন আসা যাক কন্টেন্ট কি কি ধরণের হতে পারে। কন্টেন্ট সাধারণত চার ধরণের হয়ে থাকে।

১. টেক্সট- টেক্সট কন্টেন্ট হচ্ছে আপনি যা লেখে বা টাইপ করে বুঝাতে পারেন। ধরুন পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত লিখলেন। অথবা নির্দিষ্ট কোন কী ওয়ার্ড নিয়ে লেখে বা টাইপ করে তথ্য উপস্থাপন করলেন।

২.ইমেজ বা ছবি- ধরুন আপনি আপনার পণ্যের বা সেবার কোন ডিজিটাল চ্যানেলে ফটোগ্রাফি তুলে ধরলেন। অথবা কোন তথ্যের একটা গ্রাফিক্যাল ভিউ তুলে ধরলেন। এটাই হচ্ছে ইমেজ কন্টেন্ট।

৩. অডিও- অডিও কন্টেন্ট হচ্ছে কোন কিছু বলে বা সাউন্ড দিয়ে বোঝানো। এই যে আমি বলে বোঝাচ্ছি এটাই অডিও কন্টেন্ট। অথবা কোন মিউজিক বা গানও অডিও কন্টেন্টের মধ্যে পরে।

৪.ভিডিও- এই যে আমি ইউটিউবে ভিডিওটি আপলোড করে কন্টেন্ট সম্পর্কে আপনাদের বোঝাচ্ছি এটাই একটা ভিডিও কন্টেন্ট।

সোমবার, ৪ মার্চ, ২০১৯

ভারত- পাকিস্তান কার কত অস্ত্র?

                                             ভিডিওটি দেখতে ভিডিওটির মাঝখানে ক্লিক করুন।


ভারত পাকিস্তান দুটি দেশ এখন যুদ্ধাবস্থায় আছে। চলুন দেখা যাক অস্ত্র এবং সেনা শক্তির দিক দিয়ে কে বেশী শক্তিশালী।

প্রথমেই দেখে নিই আয়তনের দিক থেকে কে কত বড়।

আয়তন

ভারতের আয়তন ৩২৮৭৫৯০ বর্গ: কিমি (বত্রিশ লাখ সাতাশি হাজার পাঁচশত নব্বই বর্গ কিলোমিটার)

পাকিস্তানের আয়তন ৭৯৬০৯৫ বর্গ কিমি: (সাত লাখ ছিয়ানব্বই হাজার পঞ্চানব্বই বর্গ কিলোমিটার)

জনসংখ্যা

ভারতের বর্তমান জনসংখ্যা ১২৭৬২৬৭০০০ (একশত সাতাশ কোটি বাষট্টি লাখ সাতষট্টি হাজার)

পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ১৯৯০৮৫৮৪৭ (উনিশ কোটি নব্বই লাখ পচাশি হাজার আটশত সাতচল্লিশ)

প্রতিরক্ষা খাতে কে কত খরচ করে


প্রতি বছর গড়ে ভারত প্রতিরক্ষা খাতে খরচ করে ৫৫.৯ বিলিয়ন ডলার যা ভারতের জিডিপির ২.৫ শতাংশ।

প্রতি বছর গড়ে পাকিস্তান প্রতিরক্ষা খাতে খরচ করে মাত্র ১০.৮ বিলিয়ন ডলার যা পাকিস্তানের জিডিপির ২.৯ শতাংশ। 

পরমাণবিক অস্ত্র


ভারতের পরমানবিক অস্ত্র আছে ১১০-১২০ টির মত।
সে তুলনায় পাকিস্তানের পরামানবিক অস্ত্র আছে ১২০-১৩০ টির মত।  

জনশক্তি

ভারতের সামরিক জনশক্তি আছে ২১৪০০০০ জন (একুশ লাখ চল্লিশ হাজার) এবং রিজার্ভ সামরিক জনশক্তি আছে ১১৫৫০০০ জন (এগার লাখ পঞ্চান্ন হাজার)।

সে তুলনায় পাকিস্তানের সামরিক জনশক্তি আছে মাত্র ৬৫৩৮০০ জন (ছয় লাখ তিপান্ন হাজার আটশত জন)এবং রিজার্ভ সামরিক জনশক্তি আছে  ৫১৩০০০ জন (পাঁচ লাখ তের হাজার জন)।

এবার আসা যাক সামরিক সরঞ্জামাদি কার কতগুলো কি আছে

পদাতিক বাহিনি বা সেনাবাহিনীর অস্ত্র 

ট্যাংক


ভারতের ট্যাংক আছে ৪৪২৬ (চার হাজার চারশত ছাব্বিশটি)। 

পাকিস্তানের ট্যাঙ্ক আছে ২৭৩৫ (দুই হাজার সাতশত পয়ত্রিশটি)। 

যুদ্ধের অন্যান্য বাহনের মধ্যে-

ভারতের আছে ৫৬৮১ (পাঁচ হাজার ছয়শত একাশিটি)। 

পাকিস্তানের আছে ৩০৬৬ (তিন হাজার ছিষট্টিটি)। 

সেলফ প্রোপেল্ড আর্টিলারি

ভারতের আছে ২৯০ টি (দুইশত নব্বই)।

এ দিক দিয়ে পাকিস্তানের আছে ৩২৫ টি (তিনশত পঁচিশটি)। 

রকেট আর্টিলারি

ভারতের আছে ২৯২টি।

পাকিস্তানের আছে ১৩৪টি।

বিমান বাহিনীর অস্ত্র

যুদ্ধ বিমান

ভারতের যুদ্ধ বিমান আছে ৩২৩ টি।
পাকিস্তানের যুদ্ধ বিমান আছে ১৮৬ টি।

মাল্টিরোল বিমান

ভারতের মাল্টিরোল বিমান আছে ৩২৯ টি।
পাকিস্তানের মাল্টিরোল বিমান আছে ২২৫ টি।

আক্রমণ বিমান

ভারতের আক্রমণ বিমান আছে ২২০ টি।
পাকিস্তানের আক্রমণ বিমান আছে ৯০ টি।

হেলিকপ্টার
ভারতের হেলিকপ্টার আছে ৭২৫ টি।
পাকিস্তানের হেলিকপ্টার আছে ৩২৩ টি।

নৌ বাহিনীর অস্ত্র

ভারতের নৌবাহিনী পাকিস্তানের নৌ বাহিনীর তুলনায় কিছুটা শক্তিশালী। 

বিমান বহনকারী জাহাজ

ভারতের বিমানবহনকারী জাহাজ আছে ২ টি। 
অপরদিকে পাকিস্তানের কোন বিমানবহনকারী জাহাজ নেই। 

বিমান বিদ্ধংসী জাহাজ

ভারতের বিমান বিদ্ধংসী জাহাজ আছে ১১ টি।
অপরদিকে পাকিস্তানের কোন বিদ্ধংসী জাহাজ নেই। 

ফ্রিগেট রণতরী

ভারতের ফ্রিগেট রণতরী আছে ১৫ টি।
পাকিস্তানের ফ্রিগেট রণতরী আছে ৯ টি।

কর্ভেটস রণতরী

ভারতের কর্ভেটস রণতরী আছে ২৪ টি।
অপরদিকে পাকিস্তানের কোন কর্ভেটস রণতরী নেই।

সাবমেরিন

ভারতের সাবমেরিন আছে ১৫ টি। 
পাকিস্তানের সাবমেরিন আছে ৫ টি। 

রবিবার, ৩ মার্চ, ২০১৯

যেভাবে আপনার ফোনে সবসময় 4G নেটওয়ার্ক থাকবে!

উপরের এই ভিডিওটির এই ছোট ট্রিক্সটি কাজে লাগিয়ে ফোনে সবসময় 4G নেটওয়ার্ক দিতে ইন্টারনেট চালাতে পারবেন। 

হাতের ফোনকে বানান স্ক্যানার

উপরের ভিডিওতে দেখুন কিভাবে হাতের ফোনকে স্ক্যানার হিসেবে ব্যাবহার করতে পারবেন।