মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

এয়ারটেল ও আমাদের সামাজিক মূল্যবোধ

স্টুপিডিটির একটা লিমিট আছে! বাংলাদেশে এয়ারটেল ব্যাবসা শুরু করার পর থেকেই আমাদের দেশীয় সংস্কৃতির প্রতিকূলে গিয়ে এরা এমন এক ধরনের বিজনেস পলিসি বেছে নিয়েছে যাতে করে আমাদের তরুণ সমাজ অবক্ষয়ের কিনারে গিয়ে পৌছুক সেটাই চায় তারা। এর আগে 'বন্ধু ছাড়া লাইফ ইম্পোসিবল' বিজ্ঞাপন দিয়েও তারা একই ধরনের সামাজিক অবক্ষয়মূলক কাজ করেছে। ব্যাবসার সাথে সাথে তারা আমাদের তরুণ সমাজের মগজে এমন কিছু পুশ ইন করছে যাতে করে অচিরেই আমাদের সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের শেষ প্রান্তে পৌছাবে। তাদের মনে রাখা উচিৎ এটা তাদের ভারত না যে তাদের মত এখানেও তারা পতিতার কারখানা বানাবে! সম্প্রতি ইউটিউব এবং ফেসবুকসহ বেশ কয়েকটি সাইটে এয়ারটেল থ্রি-জির নতুন একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে। যেখানে দেখানো হচ্ছে বন্ধু এবং গার্লফ্রেন্ডকে নিয়ে অনৈতিক কার্যকলাপ করার সময়েও ফোনে মা-বাবাকে মিথ্যা বলে চাপাবাজি করছে এক ছেলে! ভারতীয় এজেন্ট এয়ারটেল আমাদের সামাজিক মূল্যবোধকে কোথায় নিয়ে যেতে চায় তা কি একবার ভেবে দেখেছেন? মা-বাবার সাথে চাপাবাজি করতে শেখাচ্ছে এরা! কি ধরনের মূল্যবোধ অবক্ষয়ের টিউশনি করাচ্ছে এরা ভেবে দেখেছেন? ভিডিও বিজ্ঞাপনটির শুরুতেই নিচে লেখা আছে “Brazzers”, তাহলে এরা কি সরাসরি আমাদের তরুণ সমাজকে “Brazzers” বানানোর মিশনে নেমেছে? এদেরকে প্রতিহত না করলে এরা আমাদের সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধ দুটোকেই ভারতের মত নোংরামির পর্যায়ে নিয়ে চলে যাবে!
 (০৮-১০-২০১৩)