গত
৮ জানুয়ারী থেকে ১১ ই জানুয়ারী পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে
অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ ও জনপ্রিয় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রোনিক্স
শো (সিইএস) ২০১৩। প্রতি বছরের ন্যায় এবারো বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তি পণ্য
প্রস্তুতকারী কোম্পানিগুলো হাজির হয়েছিল তাদের নতুন নতুন চমকপ্রদ সব প্রযুক্তি
পণ্য নিয়ে। গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন কোম্পানি নিয়ে এসেছিল মজার মজার কিছু
প্রযুক্তি পণ্য। মজার পাঁচটি প্রযুক্তি নিয়ে থাকছে খুঁটিনাটি।
স্মার্ট কাঁটাচামচ, নিয়ন্ত্রণ করবে আপনার খাওয়া
HAPILABS
এর HAPI কাঁটাচামচ আপনার সাধারণ কাঁটাচামচের তুলনায় অনেক স্মার্ট! ভাবছেন
কাঁটাচামচ আবার কিভাবে স্মার্ট হয়? হ্যাঁ এই চামচটি আপনার খাবারের প্লেট থেকে মুখে
যাওয়া পর্যন্ত আপনার খাবারের হিসাব রাখবে! একজন খাদক খাওয়ার সময় কতগুলো কামড়
খেলেন, কত দ্রুত খেলেন এবং কত সময় ধরে খেলেন তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখবে এই
স্মার্ট কাঁটাচামচ!
শুধু
খাবারের হিসাবেই নয় আপনাকে খাবারের ব্যাপারে শাসিয়েও রাখবে এই কাঁটাচামচ। আপনি যদি
দ্রুত খান এই চামচ ভাইব্রেশন এবং একটি লাইট সিগনালের মাধ্যমে আপনাকে সতর্ক করে
দিবে। এমনকি কি পরিমাণ খাবার কত সময়ে খেতে হবে সেটাও আপনাকে বাতলে দিবে এই চামক। দ্রুত
না খেয়ে নির্দিষ্ট সময়ে খাবার খেলে সাধারণতই আপনার ওজন স্বাভাবিক থাকে এবং এই
অভ্যাসটি খাবারের নিয়মিত পরিপাকে সাহায্য করে।
মজার
এই আবিষ্কারটির আবিষ্কারক ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার জ্যাক লেপিন। অনেকটা ব্যাক্তিগত
বদঅভ্যাসের কারণেই তিনি এই আবিষ্কারটি করেন। বাড়িতে তিনি সাধারণত দ্রুত খাওয়ার
জন্য পরিবারের লোকজনের কাছে তাকে বকাবকি খেতে হত, এই সমস্যা নিরুপনের জন্যই তিনি
এই আবিষ্কারের চিন্তা মাথায় আনেন। এই আবিষ্কারটির পেছনে তিনি গত তিনটি বছর ব্যয়
করেছেন। চামচের সার্কিটে এমন একটি সেন্সর ব্যাবহার করেছেন যেটি খাবার খাওয়ার সময়
আপনার মুখের স্পর্শে একটি কামড়ের মুখ বন্ধ করার শেষ সময় পর্যন্ত হিসাব রাখবে।
জ্যাক
লেপিন এই ধারণাটি পেয়েছেন খাবার নিয়ন্ত্রণের একটি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে। গত
এপ্রিলে বাজারে আসার পর এই কাঁটাচামচটির দাম ছিল ৯৯ ডলার। এবার তারা সিইএস
প্রযুক্তি প্রদর্শনীতে এই প্রযুক্তি পণ্যটি নিয়ে এসেছিল। আগামী ফেব্রুয়ারীতে তারা
এই পণ্য নিয়ে নিজেরাই একটা প্রদর্শনী করবে।
একটি যন্ত্র দিয়ে বাড়ির সব ইলেক্ট্রোনিক্স যন্ত্রাংশ নিয়ন্ত্রণ
নিশ্চয়
আপনার বাড়িতে ব্যাবহার্য ইলেক্ট্রোনিক্স যন্ত্রাংশের কোন অভাব নেই, যেমন ধরুন এসি,
লাইট, ফ্রীজ ইত্যাদি ইত্যাদি। এগুলোর প্রত্যেকটি নিয়ন্ত্রণের জন্য একেকটি রিমোর্ট
কন্ট্রোল যন্ত্র রয়েছে। কিন্তু শুধুমাত্র একটি যন্ত্র বা অ্যাপ্লিকেশন দিয়ে কি একটি
বাড়ির সব ইলেক্ট্রোনিক্স যন্ত্রাংশ নিয়ন্ত্রণ সম্ভব? হ্যাঁ একটি যন্ত্র দিয়েই
বাড়ির সব ইলেক্ট্রোনিক্স যন্ত্রাংশ নিয়ন্ত্রণ সম্ভব!
লয়িস
কোম্পানির আইরিস সিস্টেম আপনাকে দিচ্ছে হাব আকৃতির এমন একটি রিমোর্ট কন্ট্রোল
যন্ত্র যার মাধ্যমে আপনি একটি যন্ত্র দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়ির
ব্যাবহার্য সব ইলেক্ট্রনিক্স যন্ত্র। এছাড়াও আপনি সেন্সর নির্ভর এই যন্ত্রে কিছু
প্রোগামও ফিক্সড করে দিতে পারেন। যেমন ধরুন আপনার বাড়ির মূল দরজা খোলা রয়েছে,
যন্ত্রটি আপনার মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে আপনার বাড়ির মূল দরজাটি খোলা
রয়েছে।
যন্ত্রটির
তাপস্থাপক এবং নিরাপত্তা বিষয়ক সেন্সরটি আপনাকে সাহায্য করবে বাড়িতে কার্বন
মনো-অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রনে রাখতে। এছাড়াও ওয়াটার হিটার, বাড়ির বিভিন্ন দরজার
নিয়ন্ত্রণ এবং আদ্রতারও হিসাব রাখবে এই যন্ত্রটি। লয়িস কোম্পানি শিঘ্রই তৃতীয়
পক্ষের ইলেক্ট্রোনিক্স পণ্যের জন্যও তাদের এই
সেবা চালু করবে বলে জানিয়েছে।
কোন যন্ত্রাংশের সাথে এটি
কাজ না করলে তাৎক্ষণাতভাবে কোম্পানির কাস্টমার কেয়ার প্রতিনিধি বাড়িতে এসে সব
সমস্যার সমাধান করে দিবে। তাছাড়া চুরি রোধে রয়েছে ইমারজেন্সি এলার্ট বাটন, কেউ এটি
বহন করতে চাইলেই সাথে সাথেই অ্যাম্বুল্যান্সের মত আওয়াজ শুরু করে দিবে।
হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করুন
ট্র্যাকডট
এমন একটি ডিভাইস যেটি আপনাকে আপনার হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করতে সাহায্য করবে। এই
অ্যাপ্লিকেশনটি অনেকটা আইফোনের ফোন ট্র্যাকিং অ্যাপ্লিকেশনের মতই। কালো এবং অরেঞ্চ
কালারের এই বাক্সটি সবসময় আপনার লাগেজের সাথে সংযুক্ত করে রাখতে হবে। কোথাও আপনার
লাগেজটি হারিয়ে গেলে আপনার মোবাইল ফোন থেকে ট্র্যাকডট নামের একটি অ্যাপ্লিকেশন
দিয়ে হারিয়ে যাওয়া লাগেজের অবস্থান নির্নয় করতে পারবেন। এই ডিভাইসটি মোবাইল ফোন
নাম্বার দিয়ে প্রি-প্রোগামড করে নিতে হয়। মোবাইল ফোন ও ডিভাইসটির মধ্যে একটি
নির্দিষ্ট দূরত্ব অতিক্রম হলেই এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয় যে
লাগেজের অবস্থানটি কোথায়।
ডিভাইসটি
একটি সিম কার্ডের নাম্বারের সাথে সংযোগ থাকলেও বিমানে ভ্রমনকারীরাও এটি ব্যাবহার
করতে পারবেন। মোবাইল ফোনে অপারেটরের নেটওয়ার্ক না থাকলেও এটি মোবাইল ফোনের সাথে
একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করে রাখে।
ট্র্যাকডট
ডিভাইসটির মূল্য ৫০ ডলার সাথে রয়েছে ১৩ ডলারের বার্ষিক সার্ভিস চার্জ এবং সেটআপ ফি
৯ ডলার।
আইফোন ‘ক্যাস’, টাচ যখন ফোনের সব জায়গায়
স্বভাবতই আপনার আইফোনের
স্ক্রীণটি টাচ সেনসিটিভ, কিন্তু আপনি কি কল্পনা করতে পারবেন আপনার আইফোনের পাশের
এবং পিছনের অংশটিও টাচ সেনসিটিভ! এমনই একটি মোবাইল ক্যাস বা কাভার আইফোনের জন্য
সিইএস প্রযুক্তি প্রদর্শনীতে নিয়ে এসেছিল প্রযুক্তি পণ্য নির্মাতা ক্যানপি।
ক্যাসটির নাম ‘সেনসাস ক্যাস’। এই ক্যাসটি মোবাইল ফোনের পুরো অংশটিকেই টাচযুক্ত
করবে।
ক্যাসের
সাথে সামঞ্জস্যপূর্ণ কোন অ্যাপ্লিকেশন ব্যাবহারের সময় আপনি যে প্রান্ত টাচ হিসেবে
ব্যাবহার করবেন সেই প্রান্তই নেভিগেশন এবং স্ক্রোলিং অপশন হিসেবে কাজ করবে। ক্যাসটি
ব্যাবহারে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় যখন
আপনি কোন আইফোনে গেম খেলবেন, কারণ গেম খেলার
সময় মূল টাচ স্ক্রিণে টাচ না করে যে কোন অংশকে স্ক্রোলিং অপশন হিসেবে
ব্যাবহার করা যায়। যদিও ক্যাসটি ব্যাবহারের জন্য পর্যাপ্ত অ্যাপ্লিকেশন এখনো নেই
তবে ক্যানপি গ্রাহকদের মাঝে এটির ধারণা স্পষ্ট করতে সিইএস প্রদর্শনীতে নিয়ে এসেছিল।
যা
হোক না কেন এই ডিভাইসটি স্মার্টফোন ব্যাবহারে দিবে রোমাঞ্চকর এক নতুন অভিজ্ঞতা।
ভিন্নতা অনুয়ায়ী ক্যাসটির মুল্য শুরু ৫৯ ডলার থেকে। ক্যানপি জানিয়েছে এই ডিভাইসটি
আইপ্যাডেও ব্যাবহারযোগ্য।
গুগলের নয়, ভুজিক্সের স্মার্ট চশমা
ভুজিক্সের
ভুজিক্স এম ১০০ স্মার্ট চশমা দিয়ে আপনি পাবেন স্মার্টফোনের দারুণ এক মজার
অভিজ্ঞতা। কিছুদিন আগে গুগলও এই রকম একটি প্রোজেক্টের ঘোষণা দেয়। গত এক বছর যাবৎ
গবেষনা করে ভুজিক্স কোম্পানি এমনই একটি চশমা এবারের সিইএস প্রদর্শনীতে নিয়ে এসেছিল।
তবে এই চশমাটির মূল সংস্করণ কিছুদিনের মধ্যেই ভুজিক্স কোম্পানি বাজারে নিয়ে আসবে।
এই
চশমাটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ৪.০০ সংস্করণের অপারেটিং সিস্টেম, যা
দিয়ে ভয়েস কল, ভিডিও দেখা এবং কম্পিউটারের ইন্টারফেস হিসেবও ব্যাবহার করা যায়। ডিভাসটিতে
জিপিএস, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং 720p রেজুলেশনে
ভিডিও রেকর্ডিংয়েরও ব্যাবস্থা রয়েছে। ভুজিক্স আশা করছে সামনে গ্রীষ্মের মধ্যেই
তারা অ্যান্ড্রোয়িড এবং আইফোন অপারেটিং সিস্টেমের সব সংস্করণের জন্য এই চশমা
বাজারে নিয়ে আসবে।
(১২-০১-২০১৩)